বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন নর্ডিকভুক্ত সুইডেন-ডেনমার্ক-নরওয়ের তিন রাষ্টদূত।
রোববার সকালে গুলশানে সুইডেনের রাষ্ট্রদূতের বাসভবনে ওই বৈঠকে আরো ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ এবং আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন।
এছাড়া সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুল ব্র্যান্ডসেন এবং ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন অংশ নেন বৈঠকে।
শ্যামা ওবায়েদ বলেন, 'এটি ছিল একটা ব্রেকফাস্ট মিটিং। তারাই আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। মূলত ৫ অগাস্ট ছাত্র-জনতার বিপস্নবের পরবর্তী দেশের অবস্থা তারা জানতে চেয়েছেন। দেশের ভবিষ্যৎ নিয়ে বিএনপি কি ভাবছে, বর্তমানে যে ধবংসপ্রাপ্ত অর্থনৈতিক অবস্থা তা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় ইত্যাদি নানা বিষয়ে এ মিটিংয়ে আলোচনা হয়েছে।'