বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

অন্তর্র্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মত্যাগ কলঙ্কিত হবে :রিজভী

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
অন্তর্র্বর্তী সরকার ব্যর্থ হলে শহীদদের আত্মত্যাগ কলঙ্কিত হবে :রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার' এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 'ফ্যাসিস্ট সরকারের দোসররা বসে নেই। তারা নানা ধরনের চক্রান্ত করছে। তাই ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্র্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে গণ-অভু্যত্থানে আত্মত্যাগকারী আবু সাঈদ, মুগ্ধ, ফায়াজের আত্মা কষ্ট পাবে, তাদের আত্মত্যাগ কলঙ্কিত হবে। গণতন্ত্রের পক্ষে যারা জীবন দিয়েছেন, স্বর্ণা দাসের মতো সার্বভৌমত্বের পক্ষে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণ রাখতে হবে। তাহলে এই দেশ বাঁচবে। সার্বভৌমত্ব বাঁচবে। স্বাধীন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব।'

বিএসএফের গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপি আয়োজিত মৌলভীবাজারের জুড়ীর খাগটেকা বাজারে রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, 'ফেলানীকে যেভাবে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তেমনিভাবে জুড়ী উপজেলার স্বর্ণা দাশকে কুলাউড়া সীমান্তে গুলি করে হত্যা করা হয়। স্বর্ণা হত্যার পর ঠাকুরগাঁও সীমান্তে আরেকটি হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।'

'আমরা বিএনপি পরিবার'-এর পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান'র নির্দেশনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, 'আমরা বিএনপি পরিবার' এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, আলমগীর কবির, আবুল কাসেম, মাসুদ রানা লিটন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি'র অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেওয়ান দিনার, মৌলভীবাজার জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ প্রমুখ।

এ সময় অ্যাডভোকেট রিজভী 'আমরা বিএনপি পরিবার' এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা দেন এবং তার বাবা-মাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে