রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব মেজবাহ উদ্দিন

প্রকাশ | ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানায় করা মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এ দিন ৩ দিনের রিমান্ড শেষে কারাগার থেকে মেজবাহ উদ্দিন আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাসান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। মেজবাহর আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক মো. শরীফুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২ অক্টোবর মেজবাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর যুবদল নেতা শামীম হত্যা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডাকে বিএনপি। একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে সেদিন পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় যুবদল নেতা শামীম নিহত হন। গত ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।