বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বিদেশে শ্রমিক পাঠানোর নামে 'প্রতারণা' গ্রেপ্তার দুই

বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের পল্টন মডেল থানা-পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস। এর আগে বৃহস্পতিবার হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান বলেন, 'ভুক্তভোগী হামিদুল ইসলাম গত ৫ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন। মামলার এজাহারে উলেস্নখ করা হয়, হামিদুলের সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয় চূড়ান্ত করা হয়। বিভিন্ন সময় ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেওয়া হয়। টাকা নেওয়ার পর আসামিরা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তাছাড়া ২৩ জনকে জাল ভিসা দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।'

কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ম যাযাদি ডেস্ক

রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসা থেকে ফেরদৌসী (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

ফেরদৌসীর গ্রামের বাড়ি বরগুনার সদর উপজেলায়। বর্তমানে মেরুল বাড্ডা হাজী বাড়ি জামে মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত ফেরদৌসীর দুলাভাই ইয়ার আলী সংবাদ মাধ্যমকে জানান, 'ফেরদৌসী একটি পোশাক কারখানায় কাজ করত। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফেরদৌসী অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রাজধানীতে ট্রাফিক

আইন লঙ্ঘনে ৭৪৯টি

মামলা, জরিমানা

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৪৯টি মামলা ও ৩০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ১৫৮টি গাড়ি ডাম্পিং ও ৭৯টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে