পূজামন্ডপে পাহারায় থাকবে বিএনপির নেতাকর্মীরা মাহবুবের রহমান

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেছেন, চট্টগ্রামের পূজা মন্ডপগুলোতে পাহারায় থাকবে বিএনপির নেতাকর্মীরা। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। শুক্রবার বিকালে নগরের কাজীর দেউরিস্থ নসিমন ভবনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উলস্নাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য ও চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিলেস্নাল সেন উজ্জল। বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশকে নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষেও ওই অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তাই এবারও বিএনপিসহ ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। সভাপতির বক্তব্যে এরশাদ উলস্নাহ বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা শান্তিপ্রিয় চট্টগ্রামে বারবার ধর্মীয় উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছিল। কিন্তু চট্টগ্রামের সচেতন জনতা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপির নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। বিএনপি নেতাকর্মীরা সমন্বয় করে সনাতনী ভাইদের পাশে থাকবে।