বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ছাদ থেকে নিচে পড়ে গাড়িচালকের মৃতু্য

ম যাযাদি ডেস্ক

রাজধানীর গুলশানের নর্দা কালাচাঁদপুর এলাকার একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে মো. রিপন (৪০) নামের এক গাড়িচালকের মৃতু্য হয়েছে। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রিপনের স্ত্রী বৃষ্টি বলেন, আমার স্বামী পেশায় গাড়িচালক। রাতে বাসায় আসার পর ছাদে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টি হচ্ছিল এবং ছাদ পিচ্ছিল ছিল। কিছুক্ষণ পর আমরা চিৎকার শুনতে পাই। নিচে গিয়ে দেখি, আমার স্বামী পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে মৃতু্য হয়।

মো. রিপনের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার কাটলী গ্রামে। বাবার নাম অ্যাডভোকেট গোমেজ। ঢাকায় কালাচাঁদপুরে ভাড়াবাসায় থাকতেন তিনি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ৯৭২ মামলা

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৯৭২টি মামলা ও ৩৭ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করে। এ ছাড়া অভিযানকালে ২০১টি গাড়ি ডাম্পিং ও ৮৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রাবাদে বাসায়

আগুন : স্বামীর পর

চলে গেলেন স্ত্রী

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর শুক্রাবাদে 'গ্যাস বিস্ফোরণ' থেকে বাসায় আগুন লেগে দগ্ধ স্বামীর পর স্ত্রীও মারা গেলেন। স্বামী-স্ত্রীর মৃতু্যর পর এখন বেঁচে রইল শুধু তাদের তিন বছর বয়সি শিশুসন্তান বায়েজিদ।

বুধবার রাত ১-৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বায়েজিদের মা নিপা বেগমের মৃতু্য হয়।

৩০ বছর বয়সি নিপার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল বলে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানিয়েছেন।

এর আগে গত ১ অক্টোবর নিপার স্বামী ৩৫ বছর বয়সি টোটন মিয়া মারা যান, তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ২৮ সেপ্টেম্বর ভোরে শুক্রাবাদ বাজার এলাকার একটি বাড়িতে আগুন লাগলে টোটন, তার স্ত্রী নিপা এবং তাদের ছেলে বায়েজিদ দগ্ধ হন।

বিদু্যতের খুঁটি স্পর্শে শিশুর মৃতু্য

ম যাযাদি রিপোর্ট

পুরান ঢাকার বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদু্যতের খুঁটি স্পর্শ করার পর ইব্রাহিম (১২) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে আলুবাজার ছোট মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ইব্রাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মো. শাহাবুদ্দিন নামের এক পথচারী। তিনি বলেন, 'বৃষ্টির পানি জমে ছিল সড়কে। এর মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদু্যতের একটি খুঁটিতে ইব্রাহিমের হাত লেগে। তখন সে বিদু্যৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে।'

রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে