ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। বুধবার দুপুর ১২.০০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসকক্ষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। সভা সঞ্চালনা করেন- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা।
সভায় উপাচার্য বলেন, কোনো অন্যায়-অনিয়ম ও বৈষম্য আমি প্রশ্রয় দেব না। দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের যোগ্য আলেম ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
আলোচনা শেষে জুলাই বিপস্নবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রম্নত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি