এমআইএসটিতে কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশে গবেষণার সংস্কৃতির উন্নয়ন, তরুণ গবেষকদের উৎসাহিত করা এবং গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ পস্ন্যাটফর্ম প্রদান করার উদ্দেশে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ মঙ্গলবার ১ংঃ ঘধঃরড়হধষ জবংবধৎপয ঈড়হপষধাব শীর্ষক দিনব্যাপী এক কনফারেন্সের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
কনফারেন্সে এমআইএসটি ছাড়াও বুয়েট, রুয়েট, কুয়েট, আহসানউলস্নাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আইইউটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি, এআইইউবি, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। এটি নতুন গবেষক ও বিজ্ঞানীদের জন্য মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য সুযোগ তৈরি করবে। এই কনফারেন্সটি মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, এরোনটিক্যাল, নেভাল, এনার্জি ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর বাস্তব সমস্যার সঙ্গে সাম্প্রতিক উদ্ভাবন ও ট্রেন্ড এবং তার সমাধান উপস্থাপন ও আলোচনার জন্য কার্যকর পস্ন্যাটফর্ম হবে বলে আশা করা যাচ্ছে।
কনফারেন্সে ৬৯টি গবেষণার ধনংঃৎধপঃং জমা পড়েছিল যার মধ্যে ৫৫টি মৌখিক ও পোস্টার উপস্থাপনার জন্য নির্বাচিত হয়। মূল্যায়নের পর ২৪টি গবেষণার ধনংঃৎধপঃং ও ১১টি পোস্টার উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে বিচারকমন্ডলীর বিবেচনায় সেরা গবেষণাপত্র ও গবেষণামূলক পোস্টারের জন্য উপস্থাপনকারী গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আইএসপিআর