সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
ময়লার গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলসহ ৮ জন খালাস
এক যুগ আগে রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই রায় দেন।
খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।
আসামিপক্ষের তাদের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১২ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল নয়জন। এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয়।
বিশ্বের ১২০ শহরের মধ্যে বায়ুদূষণে ষষ্ঠ অবস্থানে ঢাকা
\হযাযাদি ডেস্ক
বায়ুদূষণে বুধবার বিশ্বের ১২০টি শহরের মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৫৭। বাতাসের এই মান 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়। মঙ্গলবার এ সময় ঢাকার অবস্থান ছিল অষ্টম আর স্কোর ছিল ১৫১। বৃষ্টির জন্য শুধু গত সোমবার বাতাসের মান কিছুটা ভালো ছিল। এরপর আবার দূষণ বাড়তে শুরু করে।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
রিমান্ড শেষে কারাগারে দিলীপ আগরওয়াল
\হযাযাদি রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপিকর্মী হৃদয় আহম্মেদকে (১৬) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ৬ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করের্ যাব-১। পরদিন ৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার এ মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৬ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।