বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি- বিইউবিটিতে উপাচার্য পদে যোগ দিয়েছেন প্রফেসর ড. এ বি এম শওকত আলী। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে প্রায় তিন দশকেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিইউবিটিতে যোগদানের আগে তিনি ফিজি দ্বীপপুঞ্জের ইউনিভার্সিটি অব ফিজির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
ড. এ বি এম শওকত আলী ১৯৯০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৫ সালে তিনি অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৭ সাল থেকে দেশ ও বিদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন।
অধ্যাপনা ছাড়াও কম্পিউটার বিজ্ঞানী, তথ্য বিশ্লেষক এবং লেখক হিসেবে তার খ্যাতি রয়েছে। স্বনামধন্য এ অধ্যাপকের উপাচার্য হিসেবে যোগদানে বিইউবিটি পরিবার অত্যন্ত আনন্দিত। সংবাদ বিজ্ঞপ্তি