দেশ পরিচালনায় আলিয়া মাদ্রাসার অবদান অনস্বীকার্য :ইআবি উপাচার্য
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, 'আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ইতিহাস আমাদের জীবনে এক সোনালি অধ্যায় হয়ে আছে। এ শিক্ষা ব্যবস্থা তার সৃষ্টি থেকে আজ পর্যন্ত মাদ্রাসা শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয় করে মাদ্রাসা শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে পারদর্শিতা, মেধা-বুদ্ধিভিত্তিক চর্চা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমকক্ষতা সৃষ্টি করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশ পরিচালনা ও জাতি গঠনে আলিয়া মাদ্রাসার অবদান অনস্বীকার্য।'
মঙ্গলবার সকাল ১০টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এক সেমিনারে উপাচার্য প্রফেসর প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. আ.ক.ম আব্দুল কাদের এবং প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুছ ছবুর মাতুব্বর। উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কেফায়েত উলস্নাহ। সঞ্চালনা করেন পরিষদের আহ্বায়ক মাওলানা মু. তৈয়ব হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তি