বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১
চলতি মাসে বন্যার শঙ্কা

দুদিন বৃষ্টির তীব্রতার সঙ্গে পানি বাড়ার আভাস

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
দুদিন বৃষ্টির তীব্রতার সঙ্গে পানি বাড়ার আভাস

আশ্বিনের মাঝামাঝি এসে সারাদেশে আরও দুই দিন বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা ১-২ ডিগ্রি হ্রাস পেয়ে অস্বস্তিকর গরম কমারও সুখবর দিয়েছে। এদিকে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদীর পানি বাড়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে তা 'বন্যার ঝুঁকি' তৈরি করবে না বলে মনে করছে সংস্থাটি। অন্যদিকে, চলতি মাসে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, 'বৃষ্টি মূলত শুরু হয়েছে দেশের পূর্বাঞ্চল থেকে। বুধবার বরিশাল আর ঢাকার বড় একটা অংশ জুড়ে বৃষ্টি হবে, এভাবে সারাদেশে চলবে। আগামী দুই দিন বৃষ্টিপাতের তীব্রতা থাকবে, এরপর থেকে কমে আসবে।'

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

নাজমুল হক বলেন, 'ঢাকায় নিম্নস্তরের মেঘ দেখা যাচ্ছে। আকাশ মেঘলা থাকবে ও দিনের শেষ অংশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকার পূর্বাংশ যেমন নরসিংদী ও দক্ষিণ কুমিলস্না অংশে বৃষ্টি হওয়ার সুযোগ বেশি।'

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ১৪২ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এ ছাড়া রাঙামাটিতে ৪০, মাদারীপুরে ২৯ মিলিমিটারসহ দেশের বিভিন্ন এলাকায় কমবেশি বৃষ্টি হয়েছে।

অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, 'আগামী তিন দিন সিলেট ও চট্টগ্রাম বিভাগের নদীর পানি বাড়বে। তবে আপাতত বন্যার ঝুঁকি নেই।'

তবে, মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সতর্ক করা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় হতে পারে। সারাদেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি বজ্রঝড়ও হতে পারে। এতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের মঙ্গলবারের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন সিলেট বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচেই থাকতে পারে।

মনু, খোয়াই, ধলাই ও যাদুকাটা নদীর পানিও বাড়ছে এবং সারিগোয়াইন ও কংস নদীর পানি স্থিতিশীল আছে। অন্যদিকে ভুগাই ও সোমেশ্বরী নদীর পানি কমছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের গোমতী ও হালদা নদীর পানি বাড়ছে। ফেনী, মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল আছে; অন্যদিকে সাঙ্গু ও মুহুরী নদীর পানি কমছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টি হতে পারে, এর ফলে চট্টগ্রাম বিভাগের এসব নদীর পানি বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে বইবে।

পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়, রাজশাহী বিভাগের বাঙ্গালী, মহানন্দা ও ছোট যমুনা নদীর পানি বাড়ছে। অন্যদিকে আত্রাই ও করোতোয়া নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন পানি কমতে পারে।

বন্যার পূর্বাভাস কেন্দ্র বলছে, ওই বিভাগের গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে ও এর ভাটিতে পদ্মা নদীর পানি বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে, অন্যদিকে পদ্মা নদীর পানি বাড়তে পারে। পরবর্তী চার দিন গঙ্গা-পদ্মা দুই নদীর পানিই বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। তবে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদীর পানি কমছে ও এর ভাটিতে যমুনা নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী দুই দিন ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমতে পেতে পারে এবং পরবর্তী তিন দিন ধীরগতিতে বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। আর রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে পারে।

দেশের সব প্রধান নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বলা হয় বুলেটিনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে