বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

গত ২৫ সেপ্টেম্বর, 'ময়মনসিংহের গৌরীপুরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা জাতীয় মানবাধিকার কমিশনের নজরে আসে এবং কমিশন তৎক্ষণাৎ পরিচালক (অভিযোগ ও তদন্ত) (জেলা ও দায়রা জজ) মো. আশরাফুল আলমকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি ৩০ সেপ্টেম্বর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছে। ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।

গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ময়মনসিংহের গৌরীপুরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে এক তরুণকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক স্বঃপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

গণ-অভু্যত্থান পরবর্তী বৈষম্যমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা ভাঙার ঘটনা অত্যন্ত ঘৃণিত, নিন্দনীয় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন মর্মে কমিশন মনে করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। একইসঙ্গে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা প্রদান করা বর্তমান সময় অত্যন্ত জরুরি। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে