বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

জুলাই অভু্যত্থানে

গুলিবিদ্ধ আরও

একজনের মৃতু্য

ম যাযাদি রিপোর্ট

ছাত্র-জনতার জুলাই অভু্যত্থানে গুলিবিদ্ধ আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর সোয়া

পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড়

পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি

মারা যান।

ওই ব্যক্তির নাম মো. কারিমুল ইসলাম (২২)। ছাত্র-জনতার অভু্যত্থান চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে তিনি গুলিবিদ্ধ হন। কারিমুলের স্ত্রী ময়না বেগম অন্তঃসত্ত্বা।

কারিমুলের ছোটভাই বলেন, গত ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে বুক, ডানহাত ও থুঁতনিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন কারিমুল ইসলাম।

ওইদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকায় ট্রাফিক আইন

লঙ্ঘন : একদিনে

৭৮৮ মামলা

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় গত রোববার অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এদিন ট্রাফিক আইন লংঘনের ঘটনায় তারা ৭৮৮টি মামলা করেছে। মামলাগুলোয় ৩৩ লাখ ২০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়। বলা হয়, রোববার অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। আর রেকার করা হয়েছে ৭০টি গাড়ি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

চবির হল থেকে

দেশীয় অস্ত্র

উদ্ধার

ম চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শহীদ আব্দুর রব ও শাহজালাল হলে ছাত্রলীগের নেতাকর্মীর রুমে তলস্নাশি অভিযান পরিচালনা করেছে প্রক্টরিয়াল বডি। এ সময়ে ৩০টি রামদাহ, ১৮টি মদের বোতল, ৫টি হেলমেটসহ রড ও স্টাম্প উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়?

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এখন পর্যন্ত আমরা আব্দুর রব ও শাহজালাল হল তলস্নাশি করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র করেছি। এছাড়া কয়কটি হেলমেটসহ রড-স্টাম্প উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করার মূল কারণ হচ্ছে আমরা আগামী ৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে