ফেরা হলো না বাড়ি, পথেই ঝরল চার শিশুর প্রাণ
প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কুষ্টিয়া ও কুমারখালী প্রতিনিধি
মক্তব থেকে কোরআন পড়া শেষে বাড়ি ফিরছিল শিশুরা। পথে একটি মাইক্রোবাস চাপা দিলে মুহূর্তেই ঝরে যায় চারজনের প্রাণ। রোববার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও তার বোন মারিয়া (১২), হানিফের মেয়ে মিম খাতুন (১২) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। এই ঘটনায় ফাতেমা নামের আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত ফাতেমা একই গ্রামের আনারুলের মেয়ে।
কুষ্টিয়া হাইওয়ে থানার এস আই হারুনর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে আরবি পড়া শেষে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃতু্য হয়। গুরুতর আহতদের উদ্ধার কওে খোকসা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে তানজিলা ও যুথি নামের আরও দুজন মারা যায়। বেলা সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মারিয়ার মৃতু্য হয়।
শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে ৪ শিশু কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হবার সময় একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জলাশয়ে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন ও কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর তিন শিশু মারা যায়।
এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এতে সড়কের দুই পাড়ে যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃতু্যর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরবর্তী সময়ে তাদেরকে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।