বাউয়েটের ২৫তম একাডেমিক কাউন্সিল সভা
প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) ২৫তম একাডেমিক কাউন্সিল সভা বুধবার সিন্ডিকেট কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
একাডেমিক কাউন্সিল সভায় ২৪তম সভার কার্যবিবরণী আলোচনা ও অনুমোদন, সামার ও ফল ২০২৪ সেমিস্টারের ভর্তি বিবরণী উপস্থাপন, শিক্ষার্থীদের সেমিস্টারের মেয়াদ বৃদ্ধি ও রি-এডমিশন আবেদন অনুমোদন, ফ্যাকাল্টি মেম্বারদের উচ্চ শিক্ষায় ভর্তি অনুমোদন, শিক্ষকের শিক্ষা ছুটি আবেদন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), বোর্ড অব ট্রাষ্টিজ কর্তৃক মনোনীত সদস্য-ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জিএসও-২ (শিক্ষা) মেজর আ স ম একরামুল হক, সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য-রুয়েটের এমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, সদস্যসচিব রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্ণেল কে এফ এ সোহেল (অব:) এবং অন্যান্য সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি