শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

মেডিকেল শিক্ষার্থীর

ঝুলন্ত মরদেহ

উদ্ধার

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে মো. মাহিবুল ইসলাম (২৩) নামে এক মেডিকেল কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মিরহাজীরবাগের একটি দশতলা ভবনের আটতলার একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

নিহত মাহিবুল ইসলামের মা ফাতেমা আক্তার বলেন, 'আমার ছেলে শাহবাগের বারডেমে অবস্থিত ইব্রাহিম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সেখানে হোস্টেলে থেকে লেখাপড়া করত। মাহি (মাহিবুল) গত রাতে বাসায় এসে পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে

অবগত করা হয়েছে।

মাহিবুল ইসলাম কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলার নুনাবতি গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রশিদের ছেলে। চার ভাইবোনের মধ্যে সে সবার বড় ছিল।

ভারত থেকে ফিরলেন

৯ বাংলাদেশি নারী

ম যাযাদি ডেস্ক

ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসারা কিশোরগঞ্জ, যশোর, খুলনা এবং নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

জানা যায়, অভাব অনটনের সংসারে আয় রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের মুম্বাই যান তারা। পরে অবৈধভাবে অনুপ্রবেশের কারণে সেখানকার পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে 'রেসকিউ ফাউন্ডেশন' নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, 'ফেরত আসাদের আমরা আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখবো। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।'

ঢামেকে বন্দির মৃতু্য

ম যাযাদি ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মামুনুর রশীদ (৪৬) নামে এক বন্দির মৃতু্য হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বন্দি। পরে কারারক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা যায়, ওই বন্দির বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম মাজদাইর এলাকায়। তার বাবার নাম মো. হোসেন ওরফে ইব্রাহিম। যাত্রাবাড়ী থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন তিনি। তার কয়েদি নম্বর- ৪৩৭২/এ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে