শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দেশে ফিরলেন 'আমার দেশ' সম্পাদক

যাযাদি রিপোর্ট
  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মাহমুদুর রহমান

প্রবাসে প্রায় সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের বাইরে সহস্রাধিক ছাত্র-জনতা সমবেত হয় মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানাতে। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি থেকে সবার উদ্দেশে হাতে নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

এ সময় মাহমুদুর রহমান বলেন, 'গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে। আর আমি লড়াই করেছি আমার মতো করে 'আমার দেশ' পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই, আমার লড়াই ছিল কালচারের লড়াই।'

এ সময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী বলেন, 'মাহমুদুর রহমান ভাই দেশে ফিরেছেন। উনার মা খুব অসুস্থ তাকে দেখতে উনি হাসপাতালে যাবেন।'

আওয়ামী লীগ সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টি মামলা দায়ের করা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে ৭ বছর কারাদন্ড দেয় আদালত।

প্রথম দফায় ২০১০ সালের জুন মাসে এবং দ্বিতীয় দফায় ২০১৩ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকাও বন্ধ করে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে