মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মানিকগঞ্জ ও শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে পণ্যবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ শ্রমিক। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের বোয়ালী সেতুর পূর্বপাশ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- শিবালয় উপজেলার তেওতা এলাকার ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৮), একই এলাকার সমেজঘর এলাকার সাব্বির মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (২৫) ও ঝিকুটিয়া এলাকার আব্দুল বাতেন মিয়ার স্ত্রী কলি বেগম (৩২)। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নারী শ্রমিকদের নিয়ে সাটুরিয়ার নয়াডিঙ্গী তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানায় যাচ্ছিলেন বাসচালক। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বোয়ালী সেতুর এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী ছোট পাথরবোঝাই একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং শ্রমিক বহনকারী বাসটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা এসে শ্রমিকদের উদ্ধার করেন। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান, দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত হয়েছেন এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধরা করা হচ্ছে বৃষ্টির কারণে পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে।