আইইউবিএটিতে নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে বৃহস্পতিবার সকালে ফল-২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা যোগ দেন। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে পরিচিতি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাফ্‌ফর আলম চৌধুরী এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুলস্নাহ মিয়াসহ অন্য শিক্ষকরা। এ ছাড়া অনুষ্ঠানে আইইউবিএটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুলতান মঈন আহমেদ এবং অ্যালামনাই ও ব্র্যাক নেট লিমিটেডের ইমার্জিং টেকনোলজির প্রধান মো. ইউসুফ আলী ইমন উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং তাদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে নিবেদিত হতে আহ্বান জানান। অনুষ্ঠানে সব বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি