শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

এসএসসির টেস্ট

পরীক্ষার ফল

২৭ নভেম্বর

ম যাযাদি ডেস্ক

স্কুলে নির্বাচনী (টেস্ট) পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসির ফরম পূরণ শুরুর দিন-তারিখও জানিয়েছে বোর্ড। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টকে সবাইকে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে আগামী ২৭ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও যোগ্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। কবে নাগাদ এ ফরম পূরণ চলবে এবং ফি কত হবে, তা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ তথ্য জানিয়ে দেওয়া হবে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য

১.৮৫ মিলিয়ন ডলার

সহায়তা দিচ্ছে সুইডেন

ম যাযাদি ডেস্ক

বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) মানবিক সহায়তা দিয়েছে সুইডেন। বৃহস্পতিবার ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৮ মিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন। সুইডেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এবং অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গারের (এএএইচ) মাধ্যমে ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) সহায়তা দিয়েছে। এছাড়াও কুমিলস্না, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্ণীপুর এবং কক্সবাজারে এক লাখ ৩০ হাজারেরও বেশি লোকের কাছে গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুইডিশ তহবিল বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাবিস্নউএফপিকে বন্যার কয়েক দিনের মধ্যে তার জরুরি সহায়তা চালু করার অনুমতি দিয়েছে।

সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম মানবিক দাতা এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর শীর্ষ দাতা, যেটি সম্প্রতি পূর্ব বন্যায় সাড়া দিতে চার মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। ২০২৪ সালে বাংলাদেশে সুইডেনের মানবিক সহায়তার পরিমাণ ১২ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার (১৪৬ কোটি টাকা)।

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ৫০০ মামলা

ম যাযাদি ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৫০০টি মামলা ও ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে। এছাড়া অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮টি গাড়ি রেকার করা হয়। জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ৬৭ হাজার ২৫০ টাকা। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে