হাসিনা-রেহানার নামে আরও হত্যা ও হত্যাচেষ্টার মামলা

হামলার অভিযোগ এনে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক ছাত্রলীগ নেতা জয়সহ ১৮৩ জনের নাম উলেস্নখ করে পৃথক মামলা

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে আরও হত্যা ও হত্যাচেষ্টার মামলা হয়েছে। এর মধ্যে রাজধানীর আদাবর থানায় একটি, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়। এতে শেখ রেহানা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ গুরুত্বপূর্ণ নেতাদেরও আসামি করা হয়েছে। অন্যদিকে, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নাম উলেস্নখ করে টাঙ্গাইলের আদালতে একটি এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ৬৬ নেতাকর্মীর নামে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে আরেকটি মামলা হয়। উভয় মামলায় হামলার অভিযোগ আনা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার এসব মামলা দায়ের করা হয়। আদাবর থানায় হত্যা মামলা বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনতাকে দমনে নির্বিচারে গুলি করে হত্যা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। বুধবার দিবাগত রাতে রাজধানীর আদাবর থানায় মো. সাহিদ নামে একজন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় শেখ সেলিম, ফজলে নূর তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককেও আসামি করা হয়েছে। আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া সংবাদ মাধ্যমকে জানান, আদাবর থানায় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে চোখ হারানো আবুল কালাম বাদী হয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আশুলিয়া থানাকে এটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ৪৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা এদিকে একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শেখ হাসিনাসহ ৪৫ জ?নের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গত ১৮ জুলাই দুলাল সরদার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় তার ভাই শ?রিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সাবেক কৃষিমন্ত্রীসহ ১১৭ জনের নামে টাঙ্গাইলে মামলা আমাদের স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের নামোলেস্নখ ও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে টাঙ্গাইলের আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালত সূত্রে জানানো হয়- বিচারক মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আগে বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলী আদালতে মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছলে ডক্টর আব্দুর রাজ্জাকের হুকুমে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা-কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদীসহ বেশকয়েকজন আন্দোলনকারী আহত হন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মালেক আদনান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দন্ডবিধির বেশকয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি মধুপুর থানার অফিসার ইনচার্জকে (ওসি) এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। জয়-লেখকসহ ছাত্রলীগের ৬৬ নেতাকর্মীর নামে মামলা ছাত্রদলের কমিটির ওপর ছাত্রলীগের হামলার অভিযোগে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ (বর্তমান কেন্দ্রীয় সভাপতি) ৬৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রব্বানীকেও আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এই মামলার আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন রিয়াজুল ইসলাম, মোনেম শাহরিয়ার হাসান মুন, সামিউজ্জামান সামি, আসিফ হোসেন, রেহানুল লাভলী, সাব্বির হোসেন, আরিফুল ইসলাম আরিফ, অহিদুল ইসলাম আকাশ, বাধন মিয়া, আজিজুল হক, ওবায়দুল হোসেন ও সোলায়মান হাবিবসহ প্রমুখ। মামলার অভিযোগ বলা হয়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য যাচ্ছিল। বিকাল ৪টার দিকে স্যার এ এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে আরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন।