মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় মেনন কারাগারে

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউলস্ন্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৭ সেপ্টেম্বর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জানা গেছে, ২০১৮ সালে বেলা ১১টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারকালে প্রার্থী মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আসামিরা মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশে রড দিয়ে আঘাত করলে বাদী প্রার্থী মির্জা আব্বাসকে জড়িয়ে ধরে রাখেন। এ সময় তার পিঠে, মাথায় এবং হাতে মারাত্মক আঘাত লাগে। এ ঘটনায় গত ৪ আগস্ট শাহবাগ থানায় মামলা করেন ইমাম হোসেন ইমন নামে এক ব্যক্তি।