সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বুয়েটে দ্বিতীয় দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন
ম যাযাদি রিপোর্ট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ এনে এবং তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে মঙ্গলবার ক্লাস পরীক্ষা বর্জন করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের দাবিতে বুয়েট ক্যাম্পাসে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বুধবার দ্বিতীয় দিনের মতো তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলমান রয়েছে। তবে এদিন কোথাও কেউ অবস্থান নেননি। বিষয়টি নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারপর অভিযুক্তদের হল থেকে সিট বাতিল করা হয়েছে।
সূত্র আরও জানায়, অভিযুক্তদের তালিকা প্রায় ৪০ থেকে ৪৫ জন। বিশ্ববিদ্যালয় যে দুটি তদন্ত কমিটি করেছে, তারা কাজ করছে। যেহেতু তালিকাটা একটু লম্বা, সেহেতু তাদের কাজ করতে একটু সময় লাগবে।
তদন্ত কমিটির দৃশ্যমান পদক্ষেপ দেখা যাওয়ার পর শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ক্লাসে ফিরবেন কি ফিরবেন না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে। তার পরিপ্রেক্ষিতে তারা ক্লাসে ফিরবেন কি ফিরবেন না, সেই সিদ্ধান্ত নেবেন। এ সপ্তাহে যেহেতু আর কোনো ক্লাস নেই। সেজন্য আলোচনার ভিত্তিতে হয়তো শনিবার থেকে তারা ক্লাস পরীক্ষায় ফিরতে পারেন।
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায়
৯৬২ মামলা
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। এছাড়া অভিযানের সময় ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।
জরিমানাকৃত টাকার মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ২৫ হাজার ২৫০ টাকা। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।
মহাখালীতে মারধরে
আহত ষাটোর্ধ্ব
ভিক্ষুকের মৃতু্য
ম যাযাদি ডেস্ক
রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে মধু ভান্ডারি নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ উঠেছে। তিনি ভিক্ষুক ছিলেন। বুধবার এ তথ্য নিশ্চিত করে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার ওই ব্যক্তি মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত মধু ভান্ডারির বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কাশিয়াপুর গ্রামে। মহাখালীর সাততলা বস্তিতেই থাকতেন তিনি।
নিহতের শ্যালক মো. কালাম জানান, মঙ্গলবার রাতে দিকে সাততলা বস্তির পুলিশ ফাঁড়ি সামনে রাস্তায় রুবেল নামে এক ব্যক্তি মধু ভান্ডারিকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে রাস্তায় পড়ে যান মধু। পরবর্তীতে বস্তির লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি।