সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
মাজার রক্ষায় সরকারের ব্যর্থতা কেন বেআইনি নয়, জানতে রুল ম যাযাদি রিপোর্ট দেশের মাজার রক্ষায় 'সরকারের ব্যর্থতা' কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, সংস্কৃতিক মন্ত্রণালয় সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোলস্না ও বিচারপতি জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক সাজওয়ার পার্থ। এর আগে গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিটটি দায়ের করেন মাইজভান্ডারির অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী। এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে বলে জানান রিটকারী। 'গায়েবি মামলা'র জন্য দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনে রিট ম যাযাদি রিপোর্ট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া 'গায়েবি মামলা'র ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খন্দকার রিটটি দায়ের করেন। রিটে গায়েবি মামলা করার ক্ষেত্রে দায়ীদের আইনের আওতায় আনতে এবং মামলায় ক্ষতিগ্রস্তদের জন্য তদন্ত কমিশন কর্তৃক ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি ওর্ যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বার্নিকাটের গাড়িবহরে হামলা আসামি সিয়াম গ্রেপ্তার ম যাযাদি রিপোর্ট সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় অভিযোগপত্রে নাম থাকা আসামি মো. সিয়াম হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। ডিএমপির পাঠানো বার্তায় বলা হয়, ২০১৮ সালে ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মামলায় সম্পূরক অভিযোগপত্রে নাম রয়েছে ২৬ বছর বয়সি সিয়াম হাসানের। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণ-আন্দোলনে হত্যার ঘটনায় একাধিক মামলার এজাহারনামীয় আসামিও সিয়াম বলে জানানো হয়েছে। রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ম যাযাদি রিপোর্ট রাজধানীর কাওলা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর। পরনে ছিল থ্রি কোয়ার্টার প্যান্ট ও গেঞ্জি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মেহেদী বলেন, কাওলা রেললাইনের পাশে মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন অবস্থায় পড়েছিল ওই যুবক। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেই। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।