বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করা হবে না :নৌ উপদেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করা হবে না :নৌ উপদেষ্টা

নৌ পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দিনে অনেক প্রকল্প এবং কাজ হয়েছে যেগুলো অনুরোধ, মৌখিক এবং পলিটিক্যাললি হয়ে গেছে। সেগুলো আমি কিছু করতে পারি না। কিন্তু ভবিষ্যতে যাতে এরকম না হয়, কোনো একটা কাজ প্রপার এভোলু্যশন না করে নৌ মন্ত্রণালয় থেকে করা হবে না। সোমবার সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, পায়রা সমুদ্র বন্দর যেসব প্রকল্প চলমান রয়েছে তা তার নিজস্ব গতিতেই চলবে এছাড়া বন্দরের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌ পরিবহণ মন্ত্রণালয় কাজ করছে।

নৌ উপদেষ্টা আরও বলেন 'পায়রা বন্দর কতখানি লাভবান হবে তা এখনই বলা যাচ্ছে না। এখন পর্যন্ত যে টাকা খরচ করা হয়েছে তার ধারেকাছেও বন্দরের আয় হয়নি। তবে এই বন্দর নির্মাণের ফলে এ অঞ্চলে একটা অর্থনৈতিক পরিবর্তন এসেছে। সেইসঙ্গে এই বন্দরকে সারভাইভ করতে হলে কানেক্টিভিটি বাড়াতে হবে। ভাঙ্গা থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত ৬ লাইনের সড়ক এবং পায়রা বন্দরের সাথে রেল সংযোগ স্থাপনের বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

এ সময় নৌ পরিবহণ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক, পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুলস্নাহ আল মামুন, পায়রা বন্দরের প্রকল্প পরিচালক কমোডোর রাজিব ত্রিপুরাসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে