আলোক হেলথকেয়ারের উদ্যোগে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখের মধ্যে নারী ৮ কোটি ৭৩ লাখ। প্রতিবছর ১২ হাজারের মতো নারীর জরায়ুর মুখে ক্যানসার শনাক্ত হচ্ছে। আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেনের সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায়, আলোক হেলথকেয়ার লিমিটেডের সংযোজন গাইনি অনকোলজি সেন্টারের পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর মিরপুর ১০-এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। মহিলাদের গাইনি ক্যানসার ও গাইনি উপসর্গসমূহ যেমন- অনিয়মিত মাসিক, স্বামী-স্ত্রী মেলামেশা করার পর রক্তক্ষরণ, মাসিক বন্ধ হওয়ার পর পুনরায় রক্তক্ষরণ, অতিরিক্ত সাদাস্রাব যাওয়া ইত্যাদি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত ক্যাম্পটি পরিচালনা করেন স্ত্রীরোগ, প্রসূতি ও ক্যানসার বিশেষজ্ঞ সার্জন, ডা. তাসলিমা নিগার। সংবাদ বিজ্ঞপ্তি