পুলিশের দুই অতিরিক্ত মহাপরিদর্শকসহ সাত কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ জারি করা হয়।
কর্মকর্তারা হলেন অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত আইজিপি বশির আহম্মদ, অতিরিক্ত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মো. মীজানুর রহমান, পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার দাদন ফকির এবং সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশিদ তালুকদার।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসরে পাঠানো হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পুলিশে ব্যাপক রদবদল হচ্ছে। পুলিশের বিভিন্ন স্তরে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসরের মতো ঘটনা ঘটে চলেছে।