শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

বায়ুদূষণে শীর্ষে লাহোর ১৬তম স্থানে ঢাকা

বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে রোববার সকাল সোয়া ৮টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল ১৬তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৮২। বাতাসের এই মান 'মাঝারি' বা অপেক্ষাকৃত ভালো বলে বিবেচনা করা হয়। টানা কয়েক দিন ঢাকার বাতাসের মান ছিল অস্বাস্থ্যকর। তবে শনিবার বৃষ্টির পর এ মান অপেক্ষাকৃত ভালো হয়েছে।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

এদিন সকাল সোয়া ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর।

সাবেক রেলমন্ত্রী ৫ দিনের রিমান্ডে

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রফিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা মামলায় তাকে এই রিমান্ড দেওয়া হয়।

রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে এই রিমান্ডের আদেশ দেন।

গত ১৬ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ীতে ট্রাকের

ধাক্কায় প্রাণ গেল

দোকানির

ম যাযাদি রিপোর্ট

ঢাকার যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় একজনের মৃতু্য হয়েছে। শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেলে নেওয়ার খানিক বাদে ৪৫ বছর বয়সি মোহাম্মদ জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, 'রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে কাজলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার ট্রাকের ধাক্কায় আহত হন জনি। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ

\হযাযাদি ডেস্ক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মো. রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খতিব রুহুল আমিন বায়তুল মোকাররম মসজিদে আসছিলেন না। সরকার পতনের ছয় সপ্তাহ পর গত শুক্রবার জুমার নামাজ পড়াতে তিনি মসজিদে যান। তখন মুসলিস্নদের একাংশ তার পেছনে নামাজ না পড়ার ঘোষণা দেন। এ নিয়ে খতিবের পক্ষ ও বিপক্ষ দল হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে