শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজানু নীতির দিন শেষ ফেনীতে রিজওয়ানা হাসান

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজানু নীতির দিন শেষ ফেনীতে রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এখন দেশের স্বার্থে সোচ্চার। নতজানু নীতির দিন শেষ।

রোববার সকালে ফেনীর পরশুরামের মীর্জানগর ইউনিয়নের ভারতীয় সীমান্তসংলগ্ন নিজ কালিকাপুর এলাকায় সীমান্তের বলস্নারমুখ বাঁধ পরিদর্শনে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান জনগণের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে উলেস্নখ করে বলেন, 'নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও। জনগণের চশমা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের কাছে জানতে এসেছি তারা কী সমাধান চান। স্থানীয় জনসাধারণ বলেছেন প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেওয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।'

পানিসম্পদ উপদেষ্টা বলেন, 'প্রতিবেশী দেশের নদীতে কোথায় বাঁধ আছে, কী পরিমাণ পানি হলে তারা পানি ছাড়বে, তা জানানো হলে হয়তো বন্যা ঠেকানো যেত না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো যেত। স্থানীয় জনগণের বক্তব্য হলো, প্রতিবেশী দেশ থেকে একটা বাঁধ কেটে দেওয়ায় তাদের ক্ষতি হয়েছে। তাদের সঙ্গে বসতে হবে। সে জন্য ক্ষতির পরিমাণ জানা দরকার। ক্ষতির পরিমাণ না জেনে তো চিঠি লেখা যায় না।'

রিজওয়ানা হাসান বলেন, 'ক্ষতির পরিমাণ নির্ধারণ করার কাজ এরই মধ্যে প্রায় শেষ। ভুক্তভোগী জনগণের সঙ্গে বসব, তারা কী সমাধান চান, ত্বরিত কিছু করার আছে কি না, মধ্যমেয়াদি কিছু করা যায় কি না, এ বিষয়ে প্রকল্প করতে হবে।'

তিনি আরও বলেন, 'ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা কেবল যে নদীকেন্দ্রিক তা কিন্তু না। আমাদের ৫৪-৫৭টি অভিন্ন নদী এখনো চুক্তি স্বাক্ষর করতে পারিনি। শুধু ফেনী নদী ছাড়া আর কোনো নদীর চুক্তি হয়নি। আজকে ৫৩ বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি। তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর হওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি। আমরা দরকষাকষি করবো, স্বাক্ষর করবো কিন্তু তারা না করলে আমরা কি করবো।'

বাঁধ পরিদর্শনের পর উপদেষ্টা বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী নিহত কাউছারের বাড়ি রাজেষপুর গ্রামে যান ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে