পোশাক খাতে অস্থিরতায় প্রতিবেশী দেশের 'ইন্ধন' দেখেন শ্রম সচিব
প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
দেশের পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন দেখছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান। তিনি অভিযোগ করেছেন, অস্থিরতা দীর্ঘায়িত করে ক্রয়াদেশ অন্য দেশে নিয়ে যেতে ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে।
শনিবার ঢাকার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-এফডিসিতে শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আয়োজক প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সফিকুজ্জামান বলেন, 'বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ পরিবেশনের অপচেষ্টা করা হয়েছে। যাতে আমাদের বৈদেশিক রপ্তানি সংকুচিত হয়।
ভুল তথ্য ছড়িয়ে একটি মহল শিল্প এলাকায় অস্থিরতা সৃষ্টি করেছে। তৈরি পোশাক খাতে অস্থিরতার পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে।'
সম্প্রতি মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন বিভিন্ন পোশাক কারখানায় বিক্ষোভ হয়, যা ঘিরে সংঘর্ষও হয়। এর পরিপ্রেক্ষিতে দফায় দফায় বন্ধ রাখতে হয় অনেক কারখানা, প্রভাব পড়ে উৎপাদনে।
তিনি বলেন, 'এ খাতে অস্থিরতা দীর্ঘায়িত হলে ক্রয়াদেশ অন্য দেশে চলে যেতে পারে। সে কারণে ষড়যন্ত্রকারীরা এ দেশের পোশাক শিল্পে বিশৃঙ্খলা তৈরিতে সচেষ্ট রয়েছে। তবে সরকারের যথাযথ উদ্যোগে অসন্তোষ অনেকাংশে দূর হয়েছে।'