সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ছাত্র আন্দোলন
সিএমএইচে চিকিৎসা
নিয়ে বাড়ি ফিরেছেন
১১০৯ শিক্ষার্থী
ম যাযাদি ডেস্ক
সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১ হাজার ১০৯ শিক্ষার্থী।
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দ্রম্নত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোয় জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে।
শনিবার পাওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্য ১০টি সিএমএইচে মোট ১ হাজার ৮০৯ আহত শিক্ষার্থী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ৭০০ আহত শিক্ষার্থী সিএমএইচে চিকিৎসাধীন। অবশিষ্ট ১ হাজার ১০৯ শিক্ষার্থী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের দ্রম্নত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর।
'ভবিষ্যতে সত্যিকার অর্থে
আইনের মধ্যে থেকে
পুলিশিং করা হবে'
ম যাযাদি ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন বলেছেন, '৫ আগস্ট বা তার আগে যে অবস্থা ছিল এবং পুলিশের প্রতি মানুষের যে ধারণা তৈরি হয়েছিল, তা নিরসনে সত্যিকার অর্থে পুলিশিং বলতে যা বোঝায়, সেটা করতে চাই আমরা।'
শনিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ডিসি ছালেহ উদ্দিন জানান, 'গত ৫ আগস্ট ও তার পূর্ববর্তী অনেক ঘটনাপ্রবাহের পর অন্য ডিভিশনের মতো থানার ওসি থেকে শুরু করে ডিসিদের নতুন সেটআপ এসেছে। পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে। এর মধ্যে বিভিন্ন থানায় অ্যান্টি-ক্রাইম মিটিং করা হয়েছে। যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে বসেছি। সবার মতামত নিয়ে তাদের আশ্বস্ত করেছি, ভবিষ্যতে সত্যিকার অর্থে আইনের মধ্যে থেকে পুলিশিং করা হবে।'
তিনি বলেন, 'যাতে আগে পুলিশের প্রতি মানুষের যে ধারণা ছিল, বিশেষ করে ডিএমপির ওয়ারী বিভাগে, সেখান থেকে বের হয়ে এসে সত্যিকার পুলিশিং করব। জনগণ ও ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।'
গেন্ডারিয়ায় ছুরিকাঘাতে
রিকশাচালক নিহত
ম যাযাদি ডেস্ক
ঢাকার গেন্ডারিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জিন্নাহ মন্ডল (৫৫) নামে ব্যাটারিচালিত রিকশার এক চালক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল পৌনে ৬টায় ঢাকা মেডিকেলে তার মৃতু্য হয়।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মালিপাড়া গ্রামের জিন্নাহ মন্ডলের পরিবার গ্রামের বাড়ি থাকেন। ঢাকার জুরাইন আলম মার্কেট এলাকায় ছেলে ও ভাইকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন তিনি।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, 'শুক্রবার রাত ৩টার দিকে জিন্নাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনে কয়েকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।'
জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে আনা যুবক ইমরান বলেন, 'একজন চিৎকার করে বলছিলেন, 'আমাকে বাঁচান, আমাকে ছুরি মেরেছে। আমরা এগিয়ে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। যাত্রীই তাকে ছুরি মেরে অটোরিকশাটা নিয়ে যেতে চেয়েছিল।'