শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মোহাম্মদপুরে জোড়া খুনের নেপথ্যে আধিপত্য বিস্তার

যাযাদি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মোহাম্মদপুরে জোড়া খুনের নেপথ্যে আধিপত্য বিস্তার

রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকার দখল নিতে রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

শুক্রবার মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন বেড়িবাঁধে দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে দু'জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এদের একজনের নাম নাসির বিশ্বাস (২৯), অপরজন মুন্না (২২)।

তারা একই গ্রম্নপের সদস্য বলে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান জানান, মুন্নার বিরুদ্ধে মাদক, নাশকতার অন্তত ৮টি এবং নাসিরের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

ওসি বলেন, "এলাকায় আধিপত্য বিস্তার করতেই প্রতিপক্ষ গ্রম্নপ এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।"

তবে প্রতিপক্ষ গ্রম্নপে কে রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

স্থানীয়রা জানান, নাসির পেশায় একজন রাজমিস্ত্রি। সম্প্রতি সর্দার হিসেবে তিনি ভবন নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহ শুরু করেন।

বিগত সরকারের নেতাকর্মীদের ছত্রছায়ায়

থাকার কারণে নাসির মোহাম্মদপুর-হাজারীবাগ এলাকায় আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত।

পুলিশ বলছে, এই পরিচয় ব্যবহার করে চাঁদাবজি, মাদক ব্যবসা চালিয়ে আসছিল নাসির। নাসিরের পেশা রাজমিস্ত্রি হলেও মুন্নার কোনো পেশা নেই।

এই সহিংসতার ঘটনায় শাওন নামের একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি সাংবাদিকদের বলেন, "শুক্রবার সন্ধ্যার দিকে বাসা থেকে মোটর সাইকেল নিয়ে বের হওয়ার সময় একই মহলস্নার নাসিরের সঙ্গে তার দেখা হয়। তিনি যেদিকে যাচ্ছিলেন, নাসিরও সেদিকে যাবেন বলে তার মোটর সাইকেলে উঠে বসেন।"

পথে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সাদেক খান কৃষি মার্কেটের সামনে দিয়ে কিছু এগিয়ে যাওয়ার পর তারা দুই দল অস্ত্রধারী তরুণের ধাওয়া, পাল্টা-ধাওয়ার মধ্যে পড়ে যান।

এই ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে ওসি ইফতেখার বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অভিযোগ পেলেই মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে