সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ছুটির দিনেও বায়ুদূষণ
অবস্থানে সপ্তম ঢাকা
ম যাযাদি ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল সপ্তম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৪৪। বাতাসের এই মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়।
শুক্রবার ছুটির দিনে যানবাহন চলাচল কম থাকে, বেশিরভাগ কলকারখানাও বন্ধ। তাই দূষণের উৎস কম। কিন্তু এরপরও দূষণ পরিস্থিতি ভালো নয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
এদিন সকাল সাড়ে নয়টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ইরাকের বাগদাদ। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭১। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় ও মিসরের কায়রো সিটি। দুই শহরের স্কোর ১৫৬ ও ১৫২।
লিবিয়া থেকে ফিরলেন
আরও ১৫৪ জন
বাংলাদেশি
ম যাযাদি ডেস্ক
লিবিয়া থেকে আরও ১৫৪ অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়।
যারা দেশে ফিরেছেন, তাদের প্রত্যেককে ৬ হাজার টাকা, খাদ্য সামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে আইওএমের পক্ষ থেকে।
প্রত্যাবাসনকৃত এ বাংলাদেশিদের বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (বন্দিশালা) আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কাজ করে যাচ্ছে।
ট্রাক-কাভার্ডভ্যানের
সংঘর্ষে চালক
নিহত
ম যাযাদি ডেস্ক
রাজধানীর বনানীতে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর কাকলী এলাকা তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিটন ভাওয়াল (৪৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার পিযুষ ভাওয়ালের ছেলে।
ট্রাকমালিক মেহেদী হাসান সবুজ বলেন, রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিটন গুরুতর আহত হন। সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।
তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের
মর্গে রাখা হয়েছে।