বিশ্বের ১২০ শহরের মধ্যে বায়ুদূষণে চতুর্থ ঢাকা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল চতুর্থ। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৫৮। বাতাসের এই মান 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। এদিন সকাল সোয়া ৮টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল উগান্ডার কাম্পালা। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭০। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও পাকিস্তানের লাহোর। দুটো শহরেরই স্কোর ১৬০। আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।