সিলেবাস ছোট করার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত সব বিষয়ে সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দোলন করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। এ সময় দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছে, সাম্প্রতিক সময়ের বিভিন্ন কারণে দীর্ঘদিন ক্লাস করা সম্ভব হয়নি। কিন্তু এর মধ্যে পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য অবিলম্বে সিলেবাস সংক্ষিপ্ত করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে তারা। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী মাজহারুল ইসলাম বলেন, অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ওঠার পর ৬ মাস নতুন কারিকুলামে পড়েছি। এখন বলছে পরীক্ষা হবে পুরনো কারিকুলামে। উনারা আমাদের সঙ্গে একেক সময় একেক রকম বলছে। এতে আমাদের পড়ালেখার ক্ষতি হয়। মাহতাব হোসেন ইয়ামিন আরেক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি বাংলা ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ, ধর্ম শর্ট সিলেবাস করতে হবে অর্থাৎ পুরো বইয়ের অর্ধেকের থেকে কম সিলেবাস। অন্য সব বিষয় এমসিকিউ করতে হবে।