শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি হাসান ৭ দিনের রিমান্ডে

যাযাদি ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি হাসান ৭ দিনের রিমান্ডে

শিক্ষার্থী সাকিব হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুর রহমান।

এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম। রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। শুনানিতে রিমান্ড আবেদন পাঠ করেন আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি বলেন, 'এই আসামি যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে কোটাবিরোধী আন্দোলন দমনের দায়িত্বে ছিলেন। এই হত্যাকান্ডের বিষয়ে তার কাছে বহু তথ্য আছে। তদন্তের স্বার্থে আসামি আবুল হাসানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি, যাতে পলাতক আসামিদের অবস্থান ও মামলার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। তাই আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করছি।'

আসামির আইনজীবী মোরশেদ হোসেন শাহীন বলেন, 'আবুল হাসান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তিনি তাই করেছেন।'

এরপর বিচারক আরিফুর রহমান বলেন, 'জানমালের নিরাপত্তা দেওয়া তার (ওসি হাসান) দায়িত্ব ছিল। কিন্তু বহু মানুষকে হত্যা করা হয়েছে। পুলিশের আশপাশে যেসব বহিরাগতরা আক্রমণ করেছে, তাদেরকে কেন পুলিশ প্রতিহত করেনি, সেটারওতো একটা ব্যাখ্যা আছে। এসব বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা থাকলে আদালতে উপস্থাপন করেন।'

আইনজীবী শাহীন বলেন, 'সাবেক পুলিশ কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনেছেন।'

বিচারক বলেন, 'ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা কত দূর পর্যন্ত পালন করা হবে- তারও একটা মাত্রা আছে। পুলিশেরওতো একটা নিজস্ব বিবেক আছে।'

মামলার অভিযোগে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই বিকালে যাত্রাবাড়ী থানার কাজলা বিশ্ব রোড এলাকায় আন্দোলনকারীদের শান্তিপূর্ণ সমাবেশের ওপর হামলা চালানো হয়। ওই সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সমাবেশে এলোপাথাড়ি হামলা চালায়। একই সঙ্গে সমাবেশে পুলিশও হামলা করে। ওই হামলার ঘটনায় শিক্ষার্থী মো. সাকিব হাসান নিহত হন।

এ ঘটনায় মো. আবু বক্কর বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আবুল হাসানকে ৯৩ নম্বর আসামি করা হয়।

এর আগে সোমবার বিকালে ওসি হাসানকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।

সেই ২ পুলিশ সদস্য ফের রিমান্ডে

এদিকে সরকার পতনের পর নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পুলিশ সদস্যদের সংগঠিত করে আলোচনায় আসা কনস্টেবল শোয়াইবুর রহমান জয় ও নায়েক সজিব সরকারকে আরও দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান।

এর আগে গত সোমবার রাজধানীর শাহজাহানপুর থানার সাইবার নিরাপত্তা আইনের একই মামলায় তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার রিমান্ড ফেরত প্রতিবেদন দাখিল করে ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন নতুন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আব্দুলস্নাহেল বাকী।

শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, 'আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। আসামি শোয়াইবুর রহমান ও সজিব সরকার তাদের ফেইসবুক আইডি ব্যবহার করে ব্যক্তিগত লাভের আশায় বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করেছেন। তারা উভয়ই নিজে এবং তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় ছদ্মনামে বিভিন্ন ফেইসবুক আইডি খুলে তাতে একই ধরনের প্ররোচনা চালানোর কথা স্বীকার করেছেন।' শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বিচারক আরিফুর রহমান।

নতুন তদন্ত কর্মকর্তা আব্দুলস্নাহেল বাকী বলেন, '১৬ সেপ্টেম্বর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহানপুর থানা পুলিশ হেফাজতে নিলেও ১৭ সেপ্টেম্বর তারিখে মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর হয়েছে। ডিমএপি কমিশনার স্যার ১৭ তারিখে এই মামলার তদন্তভার আমাকে দিয়েছেন। এরপর থেকে তারা আমার হেফাজতে আছে।'

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচু্যত হওয়ার পর ৬ আগস্ট থেকে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন কনস্টেবল শোয়াইবুর। আন্দোলনের সামনের সারিতে ছিলেন নায়েক সজিবও।

পুলিশ কর্মকর্তারা বলেন, নিজেকে পুলিশ সংস্কার আন্দোলনের সমন্বয়ক দাবি করে পুলিশ সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রম্নপে বার্তা পাঠাতেন শোয়াইবুর। পুলিশের দাবি-দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকেও তিনি অংশ নেন। পুলিশ নাট্যদলের সদস্য ছিলেন কনস্টেবল শোয়াইবুর। এ দলের সবশেষ পরিবেশনায় 'শেখ কামাল' চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে