শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশকে 'জনবান্ধব' বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে

ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা
কাজী দ্বীন মোহাম্মদ
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার ডিএমপির হেডকোয়ার্টারে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন -যাযাদি

পুলিশকে 'সত্যিকারের জনবান্ধব' বাহিনী হিসেবে গড়ে তুলতে ডিএমপি কর্মকর্তাদের সভায় একগুচ্ছ নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'জনবান্ধব পুলিশ এটা যেন বাস্তবে হয়। এটা সম্বন্ধে তাদের বলেছি। মেইনলি আলোচনা হয়েছে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে। তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে।'

বৃহস্পতিবার রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এদিকে, জনবান্ধব পুলিশের কথা বলা হলেও সাম্প্রতিক মামলা নিয়ে সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম বলেন, 'আগে পুলিশ কিন্তু মামলা দিত, এই সময়ে কোনো পুলিশ কী একটা মামলা দিয়েছে? আগে পুলিশ ১০ জনের নাম দিয়ে ১০০ জনের নাম দিত অজ্ঞাত। কিন্তু এখন পুলিশ কিন্তু মামলা দিচ্ছে না, এটা সাধারণ পাবলিকরা দিচ্ছে।'

কোনো নিরীহ নাগরিক যেন হেনস্তার শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে উপদেষ্টা বলেন, 'আপনাদের কাছে আমার অনুরোধ, যারা দোষী তাদেরই নাম দেন। অন্য কারো নাম দিয়েন না। অন্য নাম দিলে এইটা তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে।'

গ্রেপ্তার নিয়ে উপদেষ্টা বলেন, 'তদন্ত ছাড়া কাউকেই অ্যারেস্ট করা হবে না। আমি ডিবিকে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, পরিচয় তারা নিজেরা দেবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের। আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলব না, ক্রিমিনালদের ধরার জন্য বলব। সাধারণ পাবলিকের যেটা কমফোর্ট হয়, এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে।'

পুলিশি সেবার ঘাটতি দূরীকরণ নিয়েও ডিএমপির সদর দপ্তরে কথা বলেছেন স্বরাষ্ট্র উপেদষ্টা। তিনি বলেন, 'থানা পর্যায়ে লোকজনকে অনেক সময় বিভিন্ন কাজের জন্য পুলিশের কাছে গিয়ে তাদের সমস্যাটা সমাধান করতে পারে না। সবসময় সমাধান সম্ভবও নয়। কিন্তু তার পরেও তাদের যেন একটা হিয়ারিং দেওয়া হয়। তাদের কাজগুলো কীভাবে সমাধান করা যায়- এইটা বলা হয়েছে।'

সড়কে চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম 'সহনীয়' পর্যায়ে চলে আসবে বলে মনে করেন এই উপদেষ্টা। তিনি বলেন, 'এ ছাড়া ঘুষ এবং দুর্নীতিতে আমাদের সমাজটাকে গ্রাস করে দিচ্ছে। এটাকে কীভাবে বন্ধ করা যায় এগুলি সম্বন্ধে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।'

মব জাস্টিসের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন উলেস্নখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন নিজেদের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করুন, অন্যথায় নয়।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান এনডিসি -এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম এনডিসি। সভায় ডিএমপি'র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে