বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগ 'ক্যাডার' সাদ্দামকে (৪০) গ্রেপ্তার করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)।
বুধবারর্ যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম ভোলা জেলার চরফ্যাশন থানার প্রয়াত আলী আজমের ছেলে। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার চাক্তাই এলাকায় যুবলীগ নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি।
র্
যাব সূত্রে জানা যায়, সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ৪ আগস্ট ভিকটিম মো. ইব্রাহিম (১৯) চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় বাকলিয়ার যুবলীগ নেতা মো. সাদ্দামসহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী কোতোয়ালি থানাধীন জুবলী রোডস্থ আমতল মোড়সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করলে এতে আহত হন ভিকটিম ইব্রাহিম। এ ঘটনায় ভিকটিম মো. ইব্রাহিম বাদী হয়ে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় আটজন এজাহারনামীয় এবং অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।