সমাজসেবা অধিদপ্তরে প্রেষণে পরিচালক নিয়োগে অস্থিরতা
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
সমাজসেবা অধিদপ্তরে প্রেষণে প্রশাসন ক্যাডার থেকে পরিচালক নিয়োগ নিয়ে অস্থিরতা চলছে। এর প্রতিবাদ করায় অধিদপ্তর থেকে হয়রানিমূলক বদলি করা হচ্ছে। কর্মকর্তারা ক্যাডারভুক্তির লক্ষ্যে বিসিএস (সমাজসেবা) ক্যাডার, পদ সৃজনসহ কয়েক দফা দাবিতে কর্মসূচি পালন করেন।
সমজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, তারা দাবি জানিয়ে আসছিলেন প্রশাসন ক্যাডার থেকে যাতে প্রেষণে পরিচালক নিয়োগ বন্ধ করা হয় ও তাদের কর্মকর্তাদের মধ্য থেকেই এই পরিচালক নিয়োগ করা হয়; কিন্তু সেটি না করে আবারও দু'জন উপসচিবকে প্রেষণে পরিচালক নিয়োগ করা হয়েছে। এই নিয়োগের প্রতিবাদ করায় কয়েকজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব বিষয় নিয়ে সমাজসেবা অধিদপ্তরে অস্থিরতা বিরাজ করছে।
এদিকে বুধবার সকাল থেকে আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশমুখে পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, জনসেবামূলক এমন দপ্তরে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এভাবে পুলিশ মোতায়েনের ফলে কর্মকর্তা-কর্মচারীদের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে জনমনে ভুল বার্তা ছড়াবে। বুধবার অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে চার কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা ক্যাডারভুক্তির লক্ষ্যে বিসিএস (সমাজসেবা) ক্যাডার, পদ সৃজনসহ কয়েক দফা দাবিতে বেশ কিছুদিন থেকেই কর্মসূচি পালন করছেন।