শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বিইউবিটি'তে দোয়া মাহফিল

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিইউবিটি'তে দোয়া মাহফিল

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, বিইউবিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত বিইউবিটি'র শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং সূচনা বক্তব্য পেশ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (উপাচার্য চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. আলী নূর। এ ছাড়া শহীদ ও দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারবর্গ এবং সহপাঠীরা বক্তব্য দেন।

উলেস্নখ, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর-২ এ গুলিবিদ্ধ হয়ে বিইউবিটি'র ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের কৃতী শিক্ষার্থী সুজন মাহমুদ মিথি শহীদ হয়, একইদিনে মিরপুর-২ এ গুলিবিদ্ধ হয়ে বিইউবিটি'র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. তাহমিদ আব্দুলস্নাহ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ আগস্ট ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) এবং আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিইউবিটি'র বহু শিক্ষার্থী আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এ ছাড়াও সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বিইউবিটি'র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী আহসানুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন কৃতী শিক্ষার্থী মো. তানভীর আহমেদ অনিক নিহত হন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দোয়া মাহফিল অনুষ্ঠানে তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রম্নত আরোগ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে শহীদ ও আহত এবং সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত বিইউবিটি'র শিক্ষার্থীদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, নিকট আত্মীয় এবং বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে