সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ট্রাফিক আইন অমান্য করায় একদিনে ২৯২ মামলা ম যাযাদি ডেস্ক একদিনে ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১১ লাখ ৬৭ হাজার ৫শ' টাকা জরিমানা করেছে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১১ লাখ ৫৮ হাজার ৫শ' টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়েছে ৬ লাখ ৯ হাজার টাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বায়ুদূষণে শীর্ষে লাহোর পঞ্চম অবস্থানে ঢাকা ম যাযাদি ডেস্ক বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে বুধবার সকাল ৯টার দিকে রাজধানী ঢাকার অবস্থান ছিল পঞ্চম। এ সময় আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১০৭। বাতাসের এই মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য 'অস্বাস্থ্যকর' বলে বিবেচনা করা হয়। এ০ই গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা ও অসুস্থ ব্যক্তিরা। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। এদিন সকাল ৯টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ১৭৪। আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়। হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার ম হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে আটক করেছের্ যাব। মঙ্গলবার রাত ৯টায়র্ যাব-২ ওর্ যাব-৯ রাজধানীর ধানমন্ডি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন যায়যায়দিনকে জানান,র্ যাব আতাউর রহমান সেলিমকে পুলিশে হস্তান্তর করলে হবিগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে হবিগঞ্জ পুলিশকে খবর দেওয়া হয়েছে। আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ ও ৪ আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে রিপন শীলের মৃতু্য হয়। আতাউর রহমান সেলিম উভয় মামলার এজাহারভুক্ত আসামি। মোস্তাক হত্যা মামলায় তার নামে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।