শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ঢাবি ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে মোবাইল কোর্ট

যাযাদি ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ঢাবি ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করতে মোবাইল কোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে অতিদ্রম্নত অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে অবস্থানকালীন প্রত্যেক শিক্ষার্থীকে নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। যেসব শিক্ষার্থীর পরিচয়পত্র হারিয়ে গেছে, তাদেরকে উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠান আয়োজনে পূর্বানুমতি : এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যেকোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতি নেয়ার জন্য আয়োজকদের প্রতি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বানুমতি ছাড়াই আমন্ত্রণপত্র বা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং অপরাপর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অতিথি হিসেবে উলেস্নখ করা থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সংগঠন বা অনুষ্ঠান আয়োজকদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে।

এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের অনুমতি নেয়ার জন্য আয়োজকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে