চট্টগ্রামে আন্দোলনে গুলি চালানো সেই কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে চট্টগ্রামের বহদ্দারহাটে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই কিশোর গ্যাং লিডার মো. মিজানকে (৩৩) গ্রেপ্তার করেছের্ যাব। এ সময় তার কাছ থেকে এক হাজার ২০০ পিস ইয়াবা এবং একটি ছোরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরের্ যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনির ভাড়া ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্
যাব জানায়, গ্রেপ্তার মো. মিজান বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে। মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।
র্
যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. শরীফ-উল-আলম বলেন, আসামি মিজান চট্টগ্রাম নগরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে মহড়া দেয় এবং গুলি ছোড়ে। ১৮ জুলাই সে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্র-জনতার দিকে গুলি করে। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তখন ভাইরাল হয়। আন্দোলন চলাকালে নাশকতাসংক্রান্ত চান্দগাঁও থানা ও পাঁচলাইশ থানার মামলায় সে সরাসরি সম্পৃক্ত ছিল বলে জানা যায়।
শরীফ-উল-আলম জানান, আসামি মিজানকে গ্রেপ্তারের সময় তার দেখানো মতে, এক হাজার ২০০ পিস ইয়াবা এবং একটি টিপ ছোরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে সে জানায়, বিক্রির উদ্দেশে এসব ইয়াবা নিজ হেফাজতে রেখেছিল। চট্টগ্রামের বিভিন্ন থানায় তার নামে মাদক, অস্ত্র, অপহরণ এবং ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।