কাশিমপুর কারাগার থেকে পলায়ন, অতঃপর ধরা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে গিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির্ যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার রাত ৯টায় সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের এ তথ্য জানায়র্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর্-যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প স্পেশালাইজড কোম্পানি। একই দিন দুপুর ৩টায় জেলার শ্রীপুর উপজেলার টেংরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। গ্রেপ্তারকৃত কামাল হোসেন (৪৬) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার কয়েদি নং-৩২০৭। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিদ্রোহ হয়। এ সময় অন্য আসামিদের সঙ্গে কামাল হোসেন বিদু্যতের পিলার ভেঙে সেটি দিয়ে মই বানিয়ে কারাগারের দেওয়াল টপকে বের হয়ে যান। এ ঘটনার পরই ওই কারাগারের জেলার মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।র্ যাব-১ গাজীপুর পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানির আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে শ্রীপুরের টেংরা এলাকায় অভিযান পরিচালনা করের্ যাব। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্ যাব-১ গাজীপুর পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানির সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।