মশুরীখোলা দরবার শরীফে জশনে জুলুস ও মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৪ উপলক্ষে ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্‌ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:)-এর নেতৃত্বে মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশের উদ্যোগে গত সোমবার সকালে দরবার শরীফ থেকে জশনে জুলুস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। জশনে জুলুসে হযরত শাহ্‌ আহসানুলস্নাহ্‌ (রহ.) কমপেস্নক্সের সদস্যরা, দারুল উলূম আহসানিয়া কামিল মাদ্রাসা, দারুল উলূম আহসানিয়া দাখিল মাদ্রাসা, লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, আহসানিয়া এতিমখানার ছাত্র-শিক্ষকসহ দরবার শরীফের মুরিদান, ভক্তরা ও এলাকাবাসী এবং আনজুমানে আহসানিয়া বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা অংশগ্রহণ করেন।র্ যালিটি মশুরীখোলা দরবার শরীফ হতে বের হয়ে দয়াগঞ্জ, ধোলাইখাল, নবাবপুর, জয়কালী মন্দির, আর কে মিশন রোডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয় এবং বাদ আসর থেকে ১৪৫৪তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ ও নাতে মোস্তফা (সা.) মাহফিল মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। আলোচনায় মিলাদুন্নবী (সা.) গুরুত্ব সম্পর্কে করেন দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আলস্নামা আবুল বাসার সাহেবসহ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি