১৭ কারাগারে হামলা, হদিস নেই ২৭টি অস্ত্রের পলাতক ৭০ জঙ্গি :কারা মহাপরিদর্শক
প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ছাত্র আন্দোলনের সময় দেশের অন্তত ১৭টি কারাগারে হামলা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রি. জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন।
মঙ্গলবার কারা অধিদপ্তরের বকশিবাজার কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন তথ্য জানান।
কারা মহাপরিদর্শক বলেন, আন্দোলনের সময় ১৭টি কারাগারে হামলা হয়েছে। এরমধ্যে ৮টি কারাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ৫টি কারাগার থেকে বন্দি পালিয়েছে।
তিনি আরও জানান, কারাগার থেকে জঙ্গি ও মৃতু্যদন্ডপ্রাপ্ত ৯৮ জন পালিয়ে গিয়েছিল। এরমধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিল ৯ জন। এখন পর্যন্ত ৭০ জনের মতো বিচারাধীন জঙ্গি পলাতক রয়েছে। এছাড়া খোয়া যাওয়া ৬৫টি অস্ত্র উদ্ধার হয়েছে। এখনো ২৭টি অস্ত্রের হদিস মেলেনি।
আন্দোলনের সময় বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলায় ২৮২ জন কারারক্ষী আহত হয়েছেন বলেও জানান ব্রি. জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। কারাগারে হামলা ও বিশৃঙ্খলায় জড়িতদের খুঁজতে গোয়েন্দাদের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে আন্দোলনের পর ১৫ হাজারের বেশি বন্দি মুক্তি পেয়েছেন জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, এখন পর্যন্ত আলোচিত শীর্ষ সন্ত্রাসী জঙ্গি ৪৩ জন কারাগার থেকে মুক্ত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের ৩৭ জন এমপি-মন্ত্রীর মধ্যে ৯ জন ডিভিশন পেয়েছেন। অন্যরা আবেদন ও আদালতের আদেশ অনুযায়ী পাবেন।
পরিবেশ উন্নত করার পাশাপাশি দেশের কারাগারগুলো সত্যিকারের সংশোধনাগার বানাতে কর্তৃপক্ষ কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশে ৪২ হাজারের বেশি ধারণ ক্ষমতার কারাগারে বন্দি আছে ৫০ হাজারের বেশি। এ সমস্যা ছাড়াও কারা অভ্যন্তরে মাদক, দুর্নীতি ও নানা অনিয়মরোধে কাজ চলছে বলেও জানান কারা মহাপরিদর্শক। সংবাদ বিজ্ঞপ্তি