কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি প্রতাপনাথ সংলগ্ন মাজার পক্ষ ও এলাকাবাসীর মধ্যে সোমবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতাপনাথ এলাকায় মাজার সংলগ্ন একটি ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সংঘর্ষে মিলন মিয়া (৪০) নামে একজন নিহত হন।
এ সময় দুই পক্ষের অর্ধশত আহত হয়েছেন। আহতরা হলেন সেলিম মিয়া (৩২), রইছ মিয়া (৩০), বাবু মিয়া (১০), আনোয়ারা বেগম (৮০), রূপবানু (৫০)।
এ ঘটনায় সোমবার বিকাল ৩টায় ছয়সূতি কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কুলিয়ারচর ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। মাজার কমিটি উগ্রপন্থি লোকজন এসে কেন্দ্রীয় মসজিদের বিভিন্ন কাচ ভাঙচুর করেছে। অন্যদিকে মাজারের আশপাশের ১০টি দোকান ভাঙচুর করেছে উচ্ছৃঙ্খল জনতা। এছাড়া মাজারের ভেতরে ও বাইরে ব্যাপক ভাঙচুর করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার সকালের দিকে এলাকাবাসী আবারও বিক্ষোভ মিছিল করেছে। মিলন মিয়া খুনের ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন ফজলুল আল আমিন (৪৮), মো. রাজু মিয়া (২৪), সৈয়দ মুরছালিন (৪৪), শফিকুল ইসলাম (৪০), মো. শাহিদ মিয়া (২৩), আমির হোসেন (৪০), চান মিয়া (৪২), মো. তুষার মিয়া (১৮) ও রকি মিয়া (২০)। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান বলেন, সহিংসতা এড়ানোর জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ৯ জনকে গ্রেপ্তার করার পর কিশোরগঞ্জ জেলে পাঠানো হয়েছে।