ভারতে 'অনুপ্রবেশের চেষ্টা'র অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলী।
তিনি বলেন, 'শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী আদালতে জামিন আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেন। তবে উনার বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় তাকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে।'
এদিকে, ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এদিন বিকেল ৬টায়র্ যাবের হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।
আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এই সাবেক বিচারপতি বিভিন্ন সময় তার মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।
পরে ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পরদিন সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পাসপোর্ট আইনে ভারতে 'অনুপ্রবেশের চেষ্টা'র অভিযোগে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করে।