শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

রাজনৈতিক দলের সঙ্গে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহ্বান

  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাজনৈতিক দলের সঙ্গে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি না করার আহ্বান

সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় রাজনৈতিক দলের সঙ্গে সাংবাদিকদের জড়িয়ে যে মামলাগুলো দায়ের করা হয়েছে তা তদন্তে দোষী প্রমাণিত না হওয়ার আগে কোনো সাংবাদিককে গ্রেপ্তার বা কোনোরূপ হয়রানি না করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ দাবি করেন। তিনি বলেন, এসব হয়রানিমূলক মামলায় আসামি সাংবাদিকরা পেশা ও ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, জামিনও মিলছে না। অনেকের ঘরবাড়ি-অফিসে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, মোটর সাইকেল ও ক্যামেরা ছিনতাই করা হয়েছে। মামলা ও হামলাকারীদের ভয়ে পরিবার-পরিজনের খোঁজ খবরটুকুও নিতে পারছে না। প্রায় দুই মাস ধরে এসব হয়রানির শিকার সাংবাদিকের পরিবারগুলোর অনেকেই অনাহারে-অর্ধাহারে চরম খারাপ সময় পার করছেন। জুলাই এবং আগস্টে হত্যাকান্ডকে কেন্দ্র করে সারাদেশে কয়েক হাজার মামলা দায়ের হয়েছে। এসব স্পর্শকাতর অধিকাংশ মামলায় শত শত নিরীহ সাংবাদিককে আসামি করা হয়েছে; যা নিন্দনীয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দাবি সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে 'তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগে কোনো সাংবাদিককে হয়রানি করা যাবে না' মর্মে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হোক। মামলার শিকার সাংবাদিকরা পুনরায় তাদের পেশাগত দায়িত্ব পালন করতে চান। -সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে